মাদ্রাসার ইতিহাস

অলীয়ে কামেল, পীরে তরীকত, হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক শাহ মুজাদ্দেদী (রহঃ) (১৯০২-১৯৯০)।  তিনি ১৯৮০ সালে পার্বত্য চট্টগ্রাম এর কাপ্তাইতে হেফজখানা প্রতিষ্ঠার মাধ্যমে নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া সিনিয়র মাদরাসার শুভ সূচনা করেন। স্বল্প আহারী, অল্প নিদ্রায় সারাক্ষণ জাগ্রত একমনে এক ধ্যানে আল্লাহ রাব্বুল আলামীন এর জিকির করাই ছিল তাঁর প্রধান কাজ।  সকল কথায় ও কাজে “আল্লাহ আছেন” বলাটা ছিল তাঁর মূলনীতি। তিনি অনেক বড় ধনীলোক হয়েও সবকিছু দ্বীন এর জন্য সাধারণ মানুষের কল্যানে বিলিয়ে দিতে আনন্দ পেতেনে। তাঁর পিতা আব্দুর রশীদ এবং মাতা ওয়াইজুন নেসা। উপমহাদেশের বিখ্যাত বুযুর্গ, খ্যাতনামা এ মহান অলীর অসংখ্য ভক্ত মুরিদান দেশে বিদেশ  বিভিন্ন জায়গায় রয়েছেন। ২৩ ডিসেম্বর ১৯৯০ সালে তাঁর ওফাত হয়। 
১৯৮৪ সালে কাপ্তাই হতে চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানাধীন নিজ জন্মস্থান চররঙ্গামাটিয়া গ্রামে  আফজল মাঝির পাড়ায় এসে তিনি নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া সিনিয়র মাদরাসা প্রতিষ্ঠা করেন।  তৎকালীন সময়ে শিক্ষা দিক্ষায়  অত্যন্ত অনগ্রসর অজপাড়া গাঁ,  সবদিকে অবহেলিত অতি অনুন্নত একটি  জনপদ চররঙ্গামাটিয়া এলাকায় সরকারী অধিগ্রহণের মাধ্যমে (বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির) বিসিক শিল্প এলাকার গোড়া পত্তন হলে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার জনগোষ্ঠী কর্মসংস্থানের লক্ষ্যে এ এলাকায় বসতি স্থাপন শুরু করেন ফলে বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ এবং  সারা বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর নতুন বসতি তাঁদের সন্তানদের জন্য একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য হয়ে উঠে। মাওলানা মাহমুদুল হক শাহ মুজাদ্দেদী (রহঃ) বিশাল জনগোষ্ঠীর দূঃখ দুর্দশা লাঘবে এবং স্থানীয় জনসাধারণকে  শিক্ষায় দিক্ষায় এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে তাঁর নিজের সম্পত্তি মাদরাসার নামে দান করে দিয়ে ১৯৮৪ সালে গড়ে তুলেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া সিনিয়র মাদরাসা । পরবর্তীতে এ মাদরাসায় নিম্মোক্তভাবে সরকারী সদয় অনুমোদন লাভ করে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাহমুদিয়া ফাউন্ডেশন ট্রাস্ট -০১/০১/১৯৮৬
দাখিল স্তর ০১/০১/১৯৮৬ এমপিওভূক্তি - ০১/০৭/১৯৮৬
আলিম স্তর ০১/০৭/২০১১ এমপিওভূক্তি - ০১/০৭/২০১৯
ফাজিল স্তর ০৩/০৪/২০১৯
এনএন মাহমুদিয়া ফোরকানিয়া মাদরাসা ০১/০৭/১৯৮৬
মোতাহার স্মৃতি গণ পাঠাগার - ০১/০১/১৯৯১
এনএন মাহমুদিয়া মাদরাসা পোষ্ট অফিস স্থাপন- ০১/০৩/১৯৯৯
কম্পিউটার  বিভাগ অনুমোদন- ০১/০১/২০০৬ 
বিজ্ঞান বিভাগ অনুমোদন- ০১/০১/২০১১ 
মাহমুদিয়া ট্রেনিং একাডেমি- ০১/০৯/২০১১
সরকারী ল্যাব স্থাপন ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম গ্রহন- ০১/০৯/২০১১
শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন  তারিখ - ০৭/০৬/২০১৫
মাহমুদিয়া আয়েশা হেফজখানা - একাডেমি- ০১/০১/২০১৫
মাহমুদিয়া এমআর ইন্টারন্যাশনাল একাডেমি- ০১/০১/২০১৫
এম আর ইন্টারন্যাশনাল ডে কেয়ার ইন্সটিউট ০১/০১/২০১৬সাধারণ, বিজ্ঞান, কম্পিউটার বিভাগে অত্যন্ত সুনাম ও সাফল্যের সাথে নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় নিয়মিত শিক্ষা, প্রশিক্ষণ ও সেবামূলক বহুমূখী  কার্যক্রম  পরিচালিত হচ্ছে। ধন্যবাদ। 

আলহাজ্ব মোহাম্মদ মোজাহেরুল হক 
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা 
আফজল মাঝির পাড়া, মাহমুদ নগর, বিসিক, 
ডাকঘর-এনএন মাহমুদিয়া মাদরাসা 

পোস্ট কোড- ৩৩৪৩
থানা- চান্দগাঁও, জেলা চট্টগ্রাম। 

 মোহাম্মদ মাহফুজুল হক 
  সভাপতি

মাদরাসা গভর্ণিং বডি 

নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা 

আফজল মাঝির পাড়া, মাহমুদ নগর, বিসিক, 

 ডাকঘর-এনএন মাহমুদিয়া মাদরাসা 

পোস্ট কোড- ৩৩৪৩

থানা- চান্দগাঁও, জেলা চট্টগ্রাম।