Mahmud Nagar, NN.Mahmudia Madrasah-3343, Chandgaon, Chattogram, Bangladesh.
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় স্বাগত শুভেচ্ছা।
একুশ শতকের চ্যালেঞ্জ ব্যবস্থাপনায় জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় পবিত্র ক্বোরআন শরীফ, হাদীস শরীফ, ইলমে ফিক্বাহ, আরবী এর পাশাপাশি বাংলা, অংক, ইংরেজি, বিজ্ঞান, কম্পিউটার - আইসিটি সহ সরকারী কারিকুলাম এর সকল বিষয় ভিত্তিক অত্যাধুনিক দ্বীনি ও দুনিয়াবী শিক্ষায় ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ মানের সুশিক্ষা নিশ্চিত করে বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করা এবং দুনিয়া-আখিরাত উভয় জাহানে সফল কামিয়াবি হয়ে উঠতে ছাত্র-ছাত্রীদেরকে গড়ে তোলাই নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সার্বিক প্রচেষ্ঠা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্তে¡র প্রতি আনুগত্য এবং সরকারী সকল প্রকার দিক নির্দেশনার একনিষ্ঠ বাস্তবায়নে কঠোর শ্রম, সাধনা, সুশৃঙ্খল কার্যক্রম পরিচালনার প্রতি অবিচল আস্থাই অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রেরণা। মাদ্রাসার নিয়মিত ছাত্র-ছাত্রীদের আরবি, ইংরেজি, আইসিটি সহ বিভিন্ন ভাষার জ্ঞানার্জন সৃজনশীলতা, দলগত কাজ, ক্রিটিক্যাল থিংকিং, যোগাযোগ দক্ষতা অর্জনে দেশি-বিদেশি ফ্রি উন্নত প্রশিক্ষণ, স্টিম এডুকেশন অনুসরণ করে জ্ঞান অর্জনে সহায়তা যা ছাত্র-ছাত্রীদেরকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ ব্যবস্থাপনার উপযোগী হয়ে উঠতে সহযোগিতা করছে। অত্র মাদ্রাসায় সরকারী বৃত্তি, দেশি-বিদেশি স্কলারশীপ সুবিধা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার-কারিগরি প্রশিক্ষণ সনদ প্রাপ্তির সুযোগ থাকায় ছাত্র-ছাত্রীরা স্বনির্ভরশীল হয়ে উঠছে। নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা সুষ্ঠু, সুন্দর, সুচারুরুপে শান্তিপূর্ণভাবে পরিচালনায় যাঁরা বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন তাঁদের প্রতি আমাদের বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা ও দোয়া রইলো।
বিনীত সালামান্তে-
নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা|
মাহমুদ নগর, ডাকঘর-এনএন.মাহমুদিয়া মাদ্রাসা, পোস্ট কোড-৩৩৪৩
আফজল মাঝির পাড়া, বিসিক, চান্দগাঁও, চট্টগ্রাম।
ছাত্র - শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি |
ছাত্রীঃ শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি |
||
পাঞ্জাবী | সাদা পাঞ্জাবী, সাদা টুপী এবং মাদ্রাসার ব্যাচ | কামিজ | সাদা কামিজ, সাদা উড়না এবং মাদ্রাসার ব্যাচ |
পায়জামা |
সাদা পায়জামা ও সাদা কেডস |
সেলোয়ার | সাদা সেলোয়ার ও সাদা কেডস |
ছাত্র ঃ ৬ষ্ঠ শ্রেণি থেকে ফাজিল (ডিগ্রী) পর্যন্ত |
ছাত্রীঃ ৬ষ্ঠ শ্রেণি থেকে ফাজিল (ডিগ্রী) পর্যন্ত |
||
পাঞ্জাবী, | সাদা পাঞ্জাবী, সাদা টুপী এবং মাদ্রাসার ব্যাচ | কামিজ | সাদা কামিজ, সাদা ওড়না এবং মাদ্রাসার ব্যাচ |
পায়জামা | সাদা পায়জামা | সেলোয়ার | সাদা স্বাভাবিক ডিজাইনের। |
সুয়েটার | সাদা রংয়ের। | বোরকা | জামার উপরে বোরকা থাকতে হবে |
জুতা | সাদা কেডস | সুয়েটার | সাদা রংয়ের। |
মোজা | প্লেইন সাদা জুতায় সাদা মোজা অন্য কোন রং এর ডিজাইন থাকতে পারবে না। | চুল | সাদা ফিতায় বেনী করে আসতে হবে। |
রুমাল পাগড়ী | সাদা রুমাল ও সবুজ পাগড়ী | জুতা ও মোজা | সাদা কেডস এবং সাদা মোজা |
বিঃদ্রঃ মাদরাসার নির্ধারিত পোশাক ছাড়া কোন ছাত্র/ছাত্রীকে মাদরাসায় কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে না।